মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

  ১৬ নভেম্বর, ২০২৩

বাঁশের বেড়ায় অবরুদ্ধ ৫ পরিবার

নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত পূর্ব-বিরোধের জেরে পাঁচ পরিবারের বসতবাড়িতে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। গত ৯ নভেম্বর সকালে উপজেলার ভীমপুর ইউনিয়নের খোর্দ্দনারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মৃত নিয়াতম আলী মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের চার জনের নাম উল্লেখসহ ১১ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত আসাদুজ্জামান রানা বলেন, ‘জাহিদুল ইসলামের পরিবার দীর্ঘদিন ধরে আমাদের জমির উপর দিয়ে চলাচল করে আসছিল। এখন আর আমরা আমাদের খলিয়ানের উপর দিয়ে রাস্তা দিতে চাই না। তাই বাঁশের বেড়া দিয়েছি। বেড়া দুই এক হাত তাদের জমির উপর যেতে পারে। পরবর্তীতে সেটি আমরা সরিয়ে নিয়ে আমাদের জমিতে দিব।’

ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রশাদ ভদ্র বলেন, বিষয়টি আমি শুনেছি। এ নিয়ে একটি সালিশি বৈঠকের কথা ছিল। তার আগে বেড়া দিয়ে রাস্তা অবরোধ করেছে।

মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close