নারায়গঞ্জ (রূপগঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জে শিশুপার্ক ও পৌর অডিটোরিয়াম উদ্বোধন

নারায়গঞ্জের তারাব পৌরসভায় ৫০০ আসনের মাল্টিপারপাস হাছিনা গাজী পৌর অডিটোরিয়াম ও একটি শিশু পার্ক উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার এ উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
উপস্থিত ছিলেন স্থানী ও দলীয় নেতাকর্মীসহ পৌরসভার মেয়র হাছিনা গাজী, প্রধান নির্বাহী প্রকৌশলী জেএড এম আনোয়ার, সচিব তাজুল ইসলামসহ কাউন্সিলররা।
হাছিনা গাজী পৌর অডিটোরিয়াম ও শিশু পার্ক উদ্বোধনের মাধ্যমে উন্নয়নের একধাপ এগিয়েছে। রূপসী এলাকার মীরবাড়ির সামনে শিশু পার্ক নির্মাণ হয়েছে।
অডিটোরিয়াম নির্মাণের জন্য হাছিনা গাজী জমি দান করেছেন বলে জানা গেছে।
উদ্বোধন অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘আমি যা বলি তাই করি। আমি রাজনীতি করি রূপগঞ্জের জনগণের জন্য। আমাদের উন্নয়নের সুফল জনগণ ভোগ করছে। আগামী নির্বাচনে সবাই উন্নয়ন দেখে নৌকায় ভোট দেবেন। জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারলে রূপগঞ্জে আরও বেশি উন্নয়ন হবে।’ তিনি আরও বলেন, শিশুদের বিনোদনের জন্য আমরা রূপসীতে হাছিনা গাজী পৌর শিশু পার্ক করেছি। সমাজের বিভিন্ন অনুষ্ঠান করার জন্য হাছিনা গাজী পৌর অডিটোরিয়াম করেছি। এই অডিটোরিয়ামে সবাই অনুষ্ঠান করতে পারবেন।
মেয়র হাছিনা গাজী বলেন, ‘তারাব পৌরসভা এগিয়ে যাচ্ছে। আমি আমৃত্যু তারাব পৌরবাসীর উন্নয়নে কাজ করে যাবো।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তারাব পৌরসভায় আরও বেশি উন্নয়ন হবে।’
"