কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

  ১৬ নভেম্বর, ২০২৩

নেত্রকোনার কেন্দুয়া

স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

স্ত্রী মুক্তা আক্তারের সঙ্গে দেখা করতে গেলে স্ত্রীসহ পরিবারের লোকজন স্বামীর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলায় বিদেশফেরত স্বামী এখলাছ উদ্দিনকে (৩৫) স্ত্রী কর্তৃক পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার উপজেলার এখলাছ উদ্দিনের শ্বশুরবাড়ি উপজেলার সুতিয়ারপাড় গ্রামে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত মঙ্গলবার এখলাছের চাচাতো ভাই কসিম উদ্দিন মদন থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার পর থেকেই স্ত্রী মুক্তা আক্তারসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

এখলাছ উদ্দিনের বাড়ি কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়েনের পাছহার গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

অগ্নিদগ্ধ এখলাছ উদ্দিন গত মঙ্গলবার ফেসবুকে পোস্ট করা ভিডিও বার্তায় বলেন, সম্প্রতি তিনি দেশে ফিরে স্ত্রীর কাছে টাকা পয়সার হিসেব চাইলে পারিবারিক কলহের সৃষ্টি হয়। পরে তিনি তার স্ত্রীর আত্মীয় স্বজন সহ ইউপি চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। এরপরেও বিষয়টি সমাধান হয়নি। স্ত্রী মুক্তা আক্তার সঙ্গে দেখা করতে গেলে স্ত্রীসহ পরিবারের লোকজন গত সোমবার সকাল ৮টার দিকে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে এখলাছকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। এদিকে বিষয়টি জানতে অভিযুক্ত স্ত্রী মুক্তা আক্তার ও তার বাবা খায়রুল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ‘এ ঘটনায় অগ্নিদগ্ধ এখলাছ উদ্দিনের চাচাতো ভাই কসিম উদ্দিন মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close