মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
গৃহবধূর ঝুলন্ত লাশ
‘তোমরা আমাকে বাঁচতে দিলে না’

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের চার মাসের মাথায় জেনিফা আক্তার রিয়া (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
গত মঙ্গলবার মিরসরাই সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমানটোলা এলাকার কোরবান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই বাড়ির আবু হাসনাত সবুজের স্ত্রী।
ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন বলেন, ‘প্রায় চার মাস আগে আমার ওয়ার্ডের সবুজের সঙ্গে হাইতকান্দি ইউনিয়নের মোহাম্মদ জালাল উদ্দিনের মেয়ে জেনিফার আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়। সর্বশেষ গত এক সপ্তাহ আগে জেনিফা তার বাবার বাড়িতে বেড়াতে যায়। গত সোমবার বিকালে তার বাবা মেয়েকে স্বামীর বাড়িতে দিয়ে যায়। মঙ্গলবার সকালে জেনিফার ঘরের সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে ঝুলে আছে। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে তারা এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বলেন, ‘মঙ্গলবার শেষ রাতের দিকে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় তার মা-বাবাকে উদ্দেশ্য করে লিখা ‘তোমরা আমাকে বাঁচতে দিলেনা’ মোবাইলে একটি মেসেজ পেয়েছি।’
"