রংপুর ব্যুরো

  ১৬ নভেম্বর, ২০২৩

যুবলীগ নেতা হত্যা রংপুরে গ্রেপ্তার ৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে আলোচিত যুবলীগ নেতা হত্যা মামলার ৩ আসামিকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার রংপুর নগরীর হাজীরহাট উত্তম বারঘিয়া র‌্যাব-১৩ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক আরাফাত ইসলাম।

এর আগে রবিবার রাতে সুন্দরগঞ্জ উপজেলায় যুবলীগ নেতা জাহিদুলের রগ কেটে হত্যা করা হয়। ওই ঘটনায় করা মামলার গ্রেপ্তার আসামিরা হলেন উপজেলার সোনারায় ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মারুফ মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল মিয়া ও জামায়াত কর্মী মোজাম্মেল হক।

অধিনায়ক আরাফাত ইসলাম জানান, গ্রেপ্তার আসামিরা রবিবার রাত ১১টার দিকে সুন্দরগঞ্জের শাখামারা সেতুর ওপরে রাজনৈতিক প্রতিপক্ষ যুবলীগ নেতা জাহিদুলকে এলোপাথাড়ি কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে গুরুতর আহত করে। পরে রাতে রংপুর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় মামলা হলে র‌্যাব মঙ্গলবার রাতে গাইবান্ধা ও রংপুরে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আসামিদের গ্রেপ্তার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close