মানিকগঞ্জ ও শিবালয় প্রতিনিধি

  ১৬ নভেম্বর, ২০২৩

নৈশপ্রহরীদের হাত-পা বেঁধে ৯ দোকান লুট

মানিকগঞ্জের শিবালয়ে বাজারে নৈশপ্রহরীদের হাত-পা ও মুখ বেঁধে তিনটি জুয়েলারিসহ নয়টি দোকানে ডাকাতি করা ঘটেছে। এতে বাজারের চার নৈশপ্রহরী আহত হয়েছেন।

গত মঙ্গলবার রাতে উপজেলার যমুনা নদীর তীরবর্তী তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ বাজারের এই ডাকাতির ঘটনা ঘটে। এতে ডাকাতেরা প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণ ও মালামাল লুট করেছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসীয়দের।

নৈশপ্রহরী আক্কাস আলী জানান, মঙ্গলবার রাত ২-৩টার দিকে দিকে ইঞ্জিনচালিত একটি নৌকায় ৩০-৩৫ জনের একটি ডাকাত দল জাফরগঞ্জ বাজারে আসে। এগিয়ে গেলে তারা আমাদের (নৈশপ্রহরী) চারজনকে হাত-পা ও মুখ বেঁধে বাজারের একটি বিস্কুট (বেকারি) কারখানায় আটকে রাখে। পরে বাজারের জুয়েলারি, মুদি দেকান ও মোবাইল ফোন দোকানসহ দশটি দোকানের স্বর্ণ, টাকা ও মালামাল নিয়ে যায়। বাজারে বিভিন্ন দোকানে ডাকাতি করতের প্রায় এক ঘণ্টার মতো সময় লাগে বলেও জানান আক্কাস আলী।

জুয়েলারি দোকানের মালিক সুভাষ মালাকার জানান, ‘ডাকাতরা আমাদের দোকানের তালা ভেঙে ৬ ভরি স্বর্ণ, ৭০০ ভরি রুপা ও ক্যাশে থাকা প্রায় ৪০ হাজার টাকা নিয়ে গেছে। এছাড়া আরো দুটি জুয়েলারি, মোবাইল ফোনে লোড ও মুদি দোকানে ডাকাতি হয়েছে। একরাতের ভেতরে বাজার থেকে প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা।

বাজারের ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক সেলিম মন্ডল জানান, ৩০-৩৫ জনের একদল ডাকাত জাফরগঞ্জ বাজারের তিনটি স্বর্ণের দোকানসহ ৯টি দোকানের শার্টার তালা ভেঙ্গে অন্তত ২০ লাখ টাকা মূল্যে মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

শিবালয় থানার ওসি শাহ নূরে আলম জানান, থানা পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই কাজ করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close