তিতাস প্রতিনিধি
শোক সংবাদ
আবদুল খালেক ভূঁইয়া
কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা আবদুল খালেক ভূঁইয়া (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার বিকালে রাজধানীর শরমিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মাঠে জানাজা শেষে কড়িকান্দি এলাকায় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
খালেক ভূঁইয়া তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়ার বাবা। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
জানাজায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আবদুস সবুর, কুমিল্লা-২ আসনের সাবেক এমপি মো. আমির হোসেন ভূঁইয়া, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন, হোমনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম, কুমিল্লা জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন পলাশসহ অন্যরা।
"