গাজীপুর ও বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

  ০৪ অক্টোবর, ২০২৩

বকশীগঞ্জে নিজ বাড়িতে ভাতিজা গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধে নিজ বাড়িতে শারীরিকপ্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যা করে চাচা ও ছেলেরা

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধে নিজ বাড়িতে শামীম মিয়া (২৫) নামে এক শারীরিকপ্রতিবন্ধীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় শামীমের মা ও সমন্দিকেও (স্ত্রীর বড় ভাই) কুপিয়ে জখম করে তার চাচা ও তার ছেলেরা।

এদিকে গাজীপুর মহানগরের বাসন থানার দিঘিরচালা এলাকায় ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে কুপিয়ে আরিফ (১৯) নামে একজনকে হত্যা করা হয়েছে। গত সোমবার মধ্যরাতে মহানগরের বাসন থানার দিঘিরচালা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

বকশীগঞ্জে হত্যার শিকার প্রতিবন্ধী যুবক শামীমের বাবা নায়েব আলীর সঙ্গে ১৫ শতাংশ জমি নিয়ে বড় চাচা সাইফুল ইসলামের বিরোধ চলছিল। সোমবার বিকালে ওই জমিতে বেগুনের চারা লাগান শামীম। কিন্তু রাতে চারাগুলো উপড়ে ফেলা হয়। বিষয়টি জানাতে গেলে মঙ্গলবার সকালে শামীম ও মা শাহীনা বেগমের (৪৫) সঙ্গে সাইফুল ইসলামের বাকবিতণ্ডা হয়।

শামীমের স্ত্রী তাসলিমা আক্তার জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুলসহ তার ছেলে মনোয়ার হোসেন, উজ্জ্বল মিয়া, আনোয়ার হোসেন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে শামীমকে ও তার মাকে। পরে শামীমের সমন্দি জাহাঙ্গীর আলম (২৫) হামলা ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে তিনজনকে উদ্ধার কওে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শামীমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে নেওয়ার পথে শামীমের মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, ঘটনাস্থল থেকে রামদা ও লোহার ফালাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে গাজীপুর মহানগরের দিঘিরচালা এলাকায় হত্যার শিকার যুবক আরিফ জেলার কাপাসিয়া উপজেলার জামাদিগ্রাম এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি দিঘিরচালা এলাকায় বাস করে একটি দোকানে চা বিক্রি করতেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close