লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
০৪ অক্টোবর, ২০২৩
সংবাদ প্রকাশের পর
দিদারুলের পক্ষে আ.লীগের প্রতিবাদ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলায় বীর মুক্তিযোদ্ধার সন্তান আ স ম দিদারুল আলমের বিরুদ্ধে সম্প্রতি কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদটি মিথ্যা বলে দাবি করেছেন তার সমর্থকেরা। একে রাজনৈতিক প্রতি হিংসামূলক দাবি করে প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়নের এমচর হাট বাজারে পুটিবিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ব্যানারে মানববন্ধন হয়। এতে বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুস সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুর হোসেনসহ স্থানীয় শতাধিক ব্যক্তি ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা সন্তান দিদারুল আলমের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত নিউজটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন