দোহার (ঢাকা) প্রতিনিধি

  ০৪ অক্টোবর, ২০২৩

সালমান এফ রহমান

বিএনপির আন্দোলন শুধু ফেসবুক ও ইউটিউবে

বিএনপির আন্দোলন এখন শুধু ফেসবুক ও ইউটিউবে সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধিনেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে আসবে কী আসবে না এটা তাদের ব্যাপার। বিএনপির আন্দোলন এখন শুধু ফেসবুক এবং ইউটিউবে সীমাবদ্ধ।’

গত সোমবার বিকেল ৫টার দিকে ঢাকার দোহারে একটি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) সংসদ সদস্য সালমান এফ রহমান এসব কথা বলেন। উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে শুকুর সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় তিনি প্রধান অতিথি ছিলেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে সালমান এফ রহমান বলেন, ‘ভোটের আগেই আমাদের সব প্রস্ততি নেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের সঙ্গে কোনো ধরনের ঠেলা ধাক্কা না হয়, তার জন্য একটি সুশৃঙ্খল কেন্দ্রভিত্তিক পরিচালনা কমিটি করা হয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close