জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী)
সৈয়দপুর
পাথরশূন্য হচ্ছে রেললাইন ঝুঁকি নিয়ে চলছে ট্রেন
পার্বতীপুর থেকে সৈয়দপুর হয়ে চিলাহাটি যাওয়ার রেললাইনের একাধিক জায়গায় পাথরশূন্য হয়ে পড়েছে। আর এ কারণেই ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। লোকজন পাথর চুরি করার কারণে রেললাইন পাথরশূন্য হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, পার্বতীপুর থেকে সৈয়দপুর হয়ে চিলাহাটি যাওয়ার পথে প্রায় অর্ধশতাধিক স্থানের কোথাও কোনো পাথর নেই। অনেক স্থানে স্লিপারের নিচ থেকে মাটিও সরে গেছে। অনেক স্থানে ক্লিপও নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, রেললাইন ঘেঁষে যারা বসবাস করছেন তাদের অনেকেই গভীর রাতে রেললাইনের পাথর চুরি করে পাকা ঘরবাড়ি তৈরির কাজে ব্যবহার করছেন। অনেকের ঘরে ফুলের টবেও শোভা পাচ্ছে চুরি করা রেললাইনের পাথর। পাথর চুরি যাওয়া আর ক্লিপ না থাকার কারণে এই পথে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে বলে জানান তারা।
স্হানীয় বাসিন্দারা জানান, যতদিন পর্যন্ত রেললাইন সংলগ্ন অবৈধ দখলদার ও ব্যবসায়ীদের চিরতরে উচ্ছেদ করা না হবে ততদিন কোটি টাকার পাথর রেললাইনে দিলেও চুরি হবেই। এমনিতেই দখলদার ও ব্যবসায়ীদের কারণে ট্রেনচালক অনেক কিছুই সামনে দেখতে পান না অন্যদিকে, রেললাইন থেকে পাথরও ক্লিপ চুরির কারণে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। একটু অসাবধানতা অবলম্বন করলেই বড় রকমের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেন তারা।
সৈয়দপুর রেলওয়ে স্টেশনের মাস্টার রতন জানান, এই পথে, ঢাকা, রাজশাহী ও খুলনা পথে প্রতিদিন ৭টি ট্রেন চলাচল করছে। সৈয়দপুরসহ রেললাইনের বিভিন্ন জায়গায় পাথরশূন্য হওয়ায় ট্রেন চলাচলে ঝুঁকিপুর্ণ অবস্থা বিরাজ করছে। একটু অসাবধান হলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। আর তাই তিনি রেলওয়ের ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।
"