হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
০৪ অক্টোবর, ২০২৩
হাটহাজারীতে বেকারির গুদামে অগ্নিকাণ্ড

চট্টগ্রামের হাটহাজারীতে বেকারি পণ্য মজুদ রাখার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোরের দিকে হাটহাজারী পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব আলমপুর মিরেরহাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন গুদামজাতকারী মো. শওকত।
জায়গার মালিক মো. লোকমান জানান, তিন দিন আগে আকিজ গ্রুপের বেকারি পণ্য রাখার জন্য দোকানটি ভাড়া দেওয়া হয়। গুদামে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়নি। তার ধারণা নিশ্চয় কেউ এ ঘটনা ঘটিয়েছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কারণ উদঘাটনে কাজ চলছে।
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন