ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

  ০১ অক্টোবর, ২০২৩

ভাঙ্গুড়ায় জুয়ার আসরে গ্রেপ্তার ৫

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চক্রপাড়ায় একটি গভীর নলকূপের ঘরে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভেড়ামারা পূর্বপাড়া গ্রামের মইনুল হাসান (২৪), একই গ্রামের নায়েব আলী (৩০), লাল চাঁদ (৩০), চক্রপাড়ার হযরত আলী (৩০), এবং জাকিরুল ইসলাম (৩৫)।

জানা গেছে, ভাঙ্গুড়া থানার পুলিশ শনিবার ভোরের দিকে পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চক্রপাড়ায় মো. আলতাব আলীর ডিপ কলের ঘরে জুয়া খেলা আসরে অভিযান চালায়। এসময় ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আরো ২ জন দৌড়ে পালিয়ে যায়।

ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠনো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close