শরীয়তপুর প্রতিনিধি
সখিপুরে ২০০ পরিবারে সেলাই মেশিন বিতরণ

শরীয়তপুরের সখিপুর থানা ৯টি ইউনিয়নের ২০০ পরিবারের মধ্যে একটি করে সেলাই মেশিন ও নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে শনিবার (৩০ সেপ্টেম্বর) সখিপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা আক্তার লিপি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ কাইয়ুম পাইক, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার ।
অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার, সখিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদারসহ অন্যরা উপস্থিত ছিলেন ।
"