মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর, ২০২৩
স্থানীয় সরকার দিবস
মোংলায় বর্ণাঢ্য শোভাযাত্রা

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই স্লোগানে মোংলা পোর্ট পৌরসভা নানা আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি উপলক্ষে মোংলা পৌর মার্কেটের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা কার্যালয়ে সামনে এসে শেষ হয়। পরে পৌরসভার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন