সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০২৩

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল সবজি বিক্রেতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আক্কাস সিকদার (৪৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহত আক্কাস সিকদার বরগুনা জেলার আমতলী থানার চুনাখালি হাট-বাজার এলাকার নুর মোহাম্মদ সিকদারের ছেলে। বর্তমানে তিনি মিজমিজি বাতান পাড়া তালতলা ক্লাব এলাকায় মোতালেব মিয়ার ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন। তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

নিহত ব্যাক্তি সবজির আড়ত থেকে সবজি কিনে ভ্যানে করে মহল্লায় মহল্লায় বিক্রি করতেন বলে জানা গেছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ভোরে সবজি কেনার জন্য রাজধানীর যাত্রাবাড়ির আড়তের উদ্দেশে বাড়ি থেকে বের হন আক্কাস সিকদার। যাওয়ার পথে পাইনাদি রেকমত আলী উচ্চবিদ্যা য়ের দক্ষিণ পাশে রাস্তায় পৌঁছালে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ছিনতাকারীরা তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close