লামা (বান্দরবান) প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০২৩

লামায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রবাসী বড় ভাইয়ের পাঠানো টাকার হিসাবকে কেন্দ্র করে বান্দরবানের লামায় ছোট ভাই আব্দুর রশিদ (২২ কে বড় ভাই ইউনুছ (২৪) খুন করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার লাশ পাহাড়ে গুম করে রাখেন বড় ভাই। গত সোমবার গভীর রাতে ঘাতক ইউনুছ নিজেই স্বজনদের সহায়তায় লাশ উদ্ধার করেন। পরে পুলিশি জিঙ্গাসবাদের একপর্যায়ে তাকে হত্যার ঘটনা স্বীকার করেন ইউনুছ। নিহত আব্দুর রশিদ ও ঘাতক ইউনুছ ইউনিয়নের মধ্যম রাঙ্গাঝিরি পাড়ার বাসিন্দা আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী বড় ভাই ফিরোজের (৪০) পাঠানো টাকার হিসাব নিয়ে ইউনুছ ও আব্দুর রশিদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউনুছ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মারা যান ছোট ভাই আব্দুর রশিদ। পুলিশ ঘাতক ইউনুছ কে আটক করে উপজেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, টাকার হিসাব নিয়ে বড় ভাই ইউনুছের লাঠির আঘাতে আব্দুর রশিদ নিহত হয়েছেন। এ ঘটনায় ইউনুছকে আসামি করে হত্যা মামলা রুজু করা হয়েছে। নিহত আব্দুর রশিদের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close