বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০২৩

বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন

দুস্থ নারীদের চাল বিতরণে টাকা আদায়

* চাল দেওয়ার সময় রশিদ দিয়ে নেওয়া হয় ২০০ টাকা * উপকারভোগীদের ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) উপকারভোগীদের কাছ থেকে কৌশলে ২০০ টাকা করে আদায় করা হচ্ছে। ইউনিয়ন পরিষদের ইউরেট আদায়ের রশিদে এই টাকা আদায় করা হলেও কোন খাত তা ওই রশিদে উল্লেখ করা হচ্ছে না। ইউপি চেয়ারম্যানের নির্দেশে উপকারভোগীদের কাছ এই টাকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ফলে অসহায় দুস্থ উপকারভোগীরা টাকা দিতে বাধ্য হচ্ছেন। ইউপি কার্যালয়ে চাল বিতরণের সময় পরিষদের গ্রাম পুলিশ (চৌকিদার) এই রশিদে টাকা তুলেছেন। উপকারভোগীরা প্রতিবাদ করেও কোনো সুফল পাননি।

গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভিডব্লিউবি কার্যক্রমটি মাঠপর্যায়ে বাস্তবায়ন করছে মহিলা বিষয়ক অধিদপ্তর। কার্যক্রমটির আগের নাম ছিল দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি)। ভিডব্লিউভি কার্যক্রমের তালিকাভুক্ত দরিদ্র নারীরা দুই বছর ধরে মাসে ৩০ কেজি চাল সহায়তা পান।

মিঠাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, এই ইউনিয়নে ২৩৫ জন ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) উপকারভোগী রয়েছেন। ইউপি কার্যালয় থেকে উপকারভোগীদের ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণের সময় ট্যাগ কর্মকর্তা ও কয়েক জন সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য উপস্থিত ছিলেন।

২০-৩০ জন উপকারভোগী জানান, ১৪ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ থেকে তাদের ৩০ কেজি করে চাল দেওয়া হয়। চাল দেওয়ার আগে পরিষদের গ্রাম পুলিশ সেখানে তাদের সবার কাছ থেকে রশিদ দিয়ে ২০০ টাকা করে দাবি করেন। এ টাকা তারা দিতে চাননি। তখন তাদের বলা হয় টাকা না দিলে কোনো চাল দেওয়া হবে না বলে জানানো হয়। বাধ্য হয়ে উপকারভোগীরা সবাই টাকা দিয়েছেন। ইউপি চেয়ারম্যান উপকারভোগীদের কাছ থেকে টাকা আদায়ের নির্দেশ দিয়েছেন বলে তারা উপকারভোগীদের জানিয়েছেন। ইউপি পরিষদের ট্রাক্সের রশিদ দেখিয়ে কোনো লাভ হয়নি তাদের। একপর্যায়ে গ্রাম পুলিশ বলেন, দুই বছর মাগনা চাল পাবেন এ কারণে সবাইকে ২০০ টাকা করে দিতে হবে। ওই টাকা ছাড়া উপকারভোগীরা সবাই ডাচণ্ডবাংলা এজেন্ট ব্যাংকের প্রতিনিধির কাছে ভাউচারে ২২০ টাকা সঞ্চয় জমা দিয়েছেন।

সুমতি, হেলেনা বেগম ও পরিবানু বেগমসহ বেশ কিছু ভিডব্লিউবি উপকারভোগী বলেন, চাল দেওয়ার আগে চৌকিদারেরা আমাদের কাছে রশিদ দিয়ে ২০০ টাকা চেয়েছেন। এ টাকা দিতে চাইনি বলে তারা আমাদের চাল দিতে চাননি। অনেকেই প্রতিবাদ করে উল্টো কার্ড বাতিলের হুমকি পেয়েছেন।

মিঠাপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জানান, ওইদিন ইউনিয়ন পরিষদ থেকে ভিডব্লিউবি সুবিধাভোগীদের চাল বিতরণ করা হচ্ছিল। কয়েক জন মেম্বারের উপস্থিতিতে চৌকিদারেরা উপকারভোগীদের কাছে রশিদে ২০০ টাকা আদায় করছিলেন। উপকারভোগীরা এ টাকা দিতে চাননি বলে তাদের সঙ্গে বাকবিতন্ডা হয়। উপকারভোগী সবার কাছে এই টাকা নেওয়া হয়েছে। তিনি নিজেও প্রতিবাদ করেছেন। তবে কোনো সুফল মেলেনি। উপকারভোগীদের চাল আটকিয়ে কি টাকা আদায় করা যাবে কিনা অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো বুদ্ধি নেই প্রয়োজন বোধে টাকা আদয়ের জন্য চাল আটকিয়েই টাকা আদায় করতে হবে।

মিঠাপুরের দ্বায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা প্রেম কুমার বলেন, আমি সেই দিন সেখানে উপস্থিত ছিলাম না। তবে ইউপি পরিষদের সচিব আমাকে ফোনে টাকা উত্তলোনের কথা জানিয়েছিলেন। আমি টাকা তুলতে নিষেধ করেছি। তারপর তারা কোনো কথা শোনেনি।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন মুঠোফোনে বলেন, বিষয়টি জেনেছি। যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close