reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০২৩

সংক্ষিপ্ত সংবাদ

ব্যাংকে ডাকাতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এজেন্ট ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ৯ লাখ টাকা নিয়ে গেছে। ব্যাংকের পেছনের জানালার গ্রীল কেটে ডাকাতরা প্রবেশ করে। অ্য্যাাজেন্ট ব্যাংকের ইনচার্জ হাফেজ আনসার আহমেদ জানান, ডাকাতরা ক্যাশ থেকে প্রায় ৯ লাখ টাকা, সিসি টিভির হার্ডসিক্স নিয়ে যায়। সোমবার বিকেলে একজন গ্রাহক ১০ লাখ টাকা এফডিআর করে। সে জন্য ব্যাংকে টাকা ছিল। সরাইল থানার ওসি এমরানুল ইসলাম জানান, কালিকচ্ছ বাজার ইসলামী ব্যাংক শাখার অভিযোগের তদন্ত চলছে।

অবহিতকরণ সভা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে তথ্য অধিকার আইনবিষয়ক অবহিতকরণ সভা গতকাল মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমেরর সভাপতিত্বে এতে প্রধান অতিথি তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আবদুল্লাহ সাদীদ। বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) মো. আব্দুল হাকিম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, মেয়র মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ।

ইয়াবাসহ গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

বাগরেহাটে মোরেলগঞ্জে রবিউল ইসলাম হাওলাদার (২০) নামে একজনকে ১ হাজার ১৫০টি ইয়াবাসহ গত সোমবার সন্ধ্যায় উপজেলার ঘষিয়াখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রামপাল উপজেলার ডালিপাড়া গ্রামের রবিউল একজন পেশাদার মাদক বিক্রেতা বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান রাতে প্রেস ব্রিফিংয়ে বলেন, মোরেলগঞ্জ থেকে ইয়াবার একটি চালান নিয়ে একজন বাগেরহাটের দিকে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।

বস্তায় আদা চাষ

উল্লাপাড়া প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের চক চৌবিলা গ্রামের কৃষক আলাউদ্দিন বসতবাড়িতে ১৭০টি বস্তায় আদা আবাদ করেছেন। বীজ আদা ও সার মিলে বস্তা প্রতি তার খরচ হয়েছে ১২ টাকা। তিনি জানান, মাঝে-মধ্যে পরিচর্যা ছাড়া কোনো টাকা খরচ করতে হচ্ছে না। উল্লাপাড়ায় উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন, বসতবাড়ির উঠোনে বস্তায় আদা আবাদের জন্য কৃষি বিভাগ থেকে কৃষকদের পরামর্শ ও উৎসাহ দেওয়া হচ্ছে।

শোভাযাত্রা

নাটোর প্রতিনিধি

নাটোরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার এসব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। গতকাল জেলা প্রশাসনের আয়োজনে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়াম থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলাইপুর এলাকায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশ নেয়। সভায় উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।

ব্যবসায়ীদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে জলাবদ্ধতাসহ নানা সমস্যা নিরসনে বিক্ষোভ সমাবেশ করেছেন ক্ষুদ্র হকার্স মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ সময় মার্কেটের নির্মাণ শুরুর আগে নূন্যতম ১০ মাসের অস্থায়ী পূর্ণবাসনের দাবি জানিয়েছেন তারা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার মাইজদীর প্রধান সড়কে বিক্ষোভ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে। পরে সহায়তার দাবিতে নোয়াখালী ক্ষুদ্র হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি ও হকার্স মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সাক্ষরিত আবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close