ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর, ২০২৩

পিরোজপুরের ভাণ্ডারিয়া

১০০ বিদ্যালয়ের নেই মাঠ শিক্ষক সংকট

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১৬৩ প্রাথমিক বিদ্যালয়ের ১০০টিতেই খেলার মাঠ নেই। ফলে খেলাধুলা ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এদিকে, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ১৩৪ পদ শূন্য থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, উপজেলা শিক্ষা কর্মকর্তা, দুই সহকারী শিক্ষা কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ পদে জনবল সংকটের কারণে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষায় নানা সংকট বিরাজ করছে। এ ছাড়া, ১২টি বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নিয়ে নানা দ্বন্দ্বসহ শিক্ষক সংকট রয়েছে। প্রধান শিক্ষক ৩৭ জন, ৯৭ জন সহকারী শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে প্রাক-প্রাথমিক বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষে নাজুক অবস্থা বিরাজ করছে।

জানা গেছে, ভাণ্ডারিয়া উপজেলা শিক্ষা দপ্তরে টানা ২০ বছর ধরে হিসাব সহকারী পদ শূন্য, এ ছাড়া দীর্ঘদিন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদও শূন্য, ২০১৬ সাল থেকে অফিস সহায়ক পদ শূন্য রয়েছে। উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৬৫টির মধ্যে ১৬৩টি বিদ্যালয় চালু থাকলেও ১৬৩টি প্রধান শিক্ষক পদের মধ্যে ১২৬ জন কর্মরত রয়েছেন। এছাড়া, সহকারী শিক্ষক ৮১৫ জনের মধ্যে কর্মরত আছেন ৭১৮ জন।

সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় জমি থেকে রাস্তা চলে যাওয়া খেলার মাঠটি বন্ধ হয়ে যায়। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা ও চিত্তবিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হাবিবা বলেন, বিদ্যালয়ে আসি ক্লাস করি। মাঠ না থাকায় খেলতে পারিনা।

পশ্চিম চরখালী সরকারি প্রাাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমেরী পারভীন বলেন, বিদ্যালয়ের জমিতে নতুন সাইক্লোন শেল্টার ও সড়ক তৈরি হওয়ায় খেলার মাঠ নেই। পৌর শহরের ১৫৪ পূর্ব লক্ষিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১০০ জনশিক্ষার্থীর জন্য পাকাভবন ও শৌচাগার নির্মাণ করা হয়েছে, কিন্তু খেলারমাঠ নেই।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম বলেন, চাইলেও উল্লিখিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাঠের ব্যবস্থা করা সম্ভব নয়। কেননা ওই স্কুলগুলোতে জায়গা নেই।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম মোল্যা বলেন, ভাণ্ডারিয়া পৌর এলাকাসহ উপজেলার ছয়টি ইউনিয়নে ১৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু রয়েছে। এর মধ্যে ১০০টি বিদ্যালয়ে খেলার কোনো মাঠ নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close