কটিয়াদী প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর, ২০২৩

শোক সংবাদ

হায়দার রাজ্জাক মারুয়া

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার এম এ রাজ্জাক মারুয়া (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামে নিজে বাড়িতে মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

গতকাল শনিবার দুটি জানাজা শেষে দক্ষিণ লোহাজুরী গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

হায়দার মারুয়া লোহাজুরী ইউপিতে ষষ্ঠ বারের মতো নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনিসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

হায়দার মারুয়ার মৃত্যুতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমানসহ অন্যরা শোক প্রকাশ করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close