চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইয়ে প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন ১৫ সরকারি কর্মকর্তা-কর্মচারি ও প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেহের আলী স্বাক্ষরিত এক চিঠিতে প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।
দক্ষতা, সৎ কর্ম ও কর্মক্ষেত্রে একনিষ্ঠভাবে কাজ করার ওপর মূল্যায়ন করে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন ১৩ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান। তাদের ২০২৩ শিক্ষাবর্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিযোগীও ধরা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেহের আলী।
প্রশাসন ও জনপ্রতিনিধি হিসেবে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে পদক পাচ্ছেন এ কে এম গালিভ খাঁন, শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম। শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হয়েছেন গোমস্তাপুরের আসমা খাতুন।
একইভাবে সেরা কর্মকর্তাদের তালিকায় আছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সদরের নূর-উন-নাহার রুবিনা, ইউআরসি ইন্সট্রাক্টর নাচোলের মো. মোয়াজ্জেম হোসেন, পিটিআই ইন্সট্রাক্টর সদরের মো. কামরুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শিবগঞ্জের মো. রফিকুল ইসলাম।
সেরা শিক্ষকদের মধ্যে আছেন প্রধান শিক্ষক নাচোলের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহা. আব্দুল বারী, প্রধান শিক্ষিকা নাচোল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোসা. লাবলী ইয়াসমিন, সহকারী শিক্ষক শিবগঞ্জের ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. আব্দুল রাকিব, সহকারী শিক্ষিকা নাচোলের গুঠইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোসা. ফরিদা ইসলাম, কাব শিক্ষক সদরের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. জাহাঙ্গীর আলম।
জেলার সেরা প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেরা এমএসসি গোমস্তাপুরের ভাটখের সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেলা প্রাথমিকে সেরা কর্মচারী হয়েছেন সদর উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটর-মুদ্রাক্ষরিক মো. বায়োজিদ বোস্তামি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করবেন। শিগগিরই এ পদক নির্বাচিতদের হাতে তুলে দেওয়া হবে।
"