চট্টগ্রাম ব্যুরো
১৭ সেপ্টেম্বর, ২০২৩
খুলশীতে ছুরিকাঘাতে তরুণ নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় ছুরিকাঘাতে আব্দুর রহমান সুজন (২২) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেগুনবাগান ক্যান্টিন গেট এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যার শিকার সুজন নোয়াখালীর সেনবাগ উপজেলার মো. রিপনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় উঠতি বয়সী কিশোরদের দুই দলের দ্বন্দের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। একটি পক্ষ রেলওয়ে শ্রমিক লীগ নেতা কাদের ও অপর পক্ষ যুবলীগ নেতা ওয়াসিমের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, মারা যাওয়া সুজন ও ছুরিকাঘাতকারী উভয়েই একে অপরের পূর্ব পরিচিত। তারা সমবয়সী ও বন্ধু। তবে পূর্ব শত্রুতার জেরেই সুজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন