মুন্সীগঞ্জ প্রতিনিধি
ভোক্তা অধিকারের মহাপরিচালক
একটি অদৃশ্য হাত আলুর বাজার অস্থির করেছে

একটি অদৃশ্য হাত আলুর বাজারকে অস্থির করেছে বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
গতকাল শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের একটি হিমাগার পরির্দশন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন অধিদপ্তরের মহাপরিচালক সফিকুজ্জামান। এ সময় শহরের উপকণ্ঠ মুক্তারপুর ফেরিঘাটের সামনে মুক্তারপুর রিভারভিউ কোল্ড স্টোরেজ পরিদর্শন করেন তিনি।
সফিকুজ্জামান বলেন, ‘এ বছর যে পরিমান আলু উৎপাদন হয়েছে, এতে দেশে আলুর কোনো ঘাটতি নেই। আগামী কয়েকদিনের মধ্যে আলুর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ আসবে। ’
অধিদপ্তরের মহাপরিচালক আরো বলেন, ‘আলু বিক্রির ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার পাকা রশিদ ব্যবহার করতে হবে। পাকা রশিদ না থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন, পুলিশ সুপার মো. আসলাম খান, ভোক্তা অধিকার সংরক্ষণ মুন্সীগঞ্জের উপ-পরিচালক আব্দুল সালামসহ অন্যরা।
"