কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০২৩

পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের নিয়ে হাসপাতালে

মাদারীপুরের ডাসারে দর্শনা এ.কে.ডি.উচ্চ বালিকা বিদ্যালয় স্কুলের পাঠদন বন্ধ রেখে শিক্ষর্থীদের নিয়ে হাসপাতালে গেলেন সকল শিক্ষক। খবরটি ছড়িয়ে পড়লে অভিবাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাদারীপুরের ডাসারে এ কে ডি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র নাগ আত্মহত্যার উদ্দেশ্যে অতিরিক্ত ঘুমের ঔষধ সেবন করেছেন। গুরতর অসুস্থ অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা ক্লাসে বসলে স্কুলের সহকারী শিক্ষকরা পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের নিয়ে মাদারীপুর সদর হাসপাতালে তাকে দেখতে যান।

শিক্ষার্থী ঈষিতা, রিয়া, ফারজানা ও শীথি বলেন, আমাদের এক ক্লাস হওয়ার পরে স্যারেরা মাদারীপুর নিয়ে গেছে। স্যার অসুস্থ তাই।

অভিবাবক মাজেদ মোল্লা বলেন, ‘স্কুল চলতি অবস্থায় ছাত্রীদের নিয়ে মাদারীপুর গেল ক্যান। মানুষের কাছে শুনতেছি সে নাকি বিষ খাইছে। ছাত্রীদের বাবা মা আইসা বলতেছে তাদের মেয়েদের স্কুলে পায় না।’

প্রধান শিক্ষক দুলাল চন্দ্র নাগ মুঠোফোনে বলেন, অশান্তি আর ভালো লাগে না, তাই ১১টি ঘুমের ঔষধ খেয়েছি। এখন একটু ভালো।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close