reporterঅনলাইন ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর, ২০২৩

শোক সংবাদ

মাগুরায় গ্লোবাল টেলিভিশন ও দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মারুফ রায়হান (৩৯) গতকাল শুক্রবার সকালে মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সকাল ৮টার দিকে তার মৃত্যু নিশ্চিত করেন মাগুরা সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা এনামুল হক মাসুম।

মারুফ রায়হান শহরের সাতদোহাপাড়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। গতকাল বাদ আছর ভায়না কেন্দ্রিয় গোরস্থান মসজিদে তার জানাজা হয়।

মারুফ রায়হানের মৃত্যুতে শোক জানিছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি।

* মাগুরা প্রতিনিধি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close