বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০২৩

‘শেখ হাসিনা সরকার গঠন করলে ভাঙন রোধে মেগা প্রকল্প’

আগামীতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকার গঠনে সহযোগিতা করলে ভাঙন রোধে মেগা প্রকল্প নেওয়া হবে। বলেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের নদী ভাঙন কবলিত গোপালীয়া এলাকায় পরিদর্শন পরবর্তী মতবিনিময় সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী এ কথা বলেন।

পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাস করে বলেই দেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।

মতবিনিময় সভায় জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজ বাহেরচরে উত্তর পার রগুনউদ্দিনকে ভাঙ্গনরোধের প্রকল্পের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন।

পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক কুতুবুল আলম, পুলিশ সুপার সাইদুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন, বাউফলের ইউএনও মো. বশির গাজী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close