নোয়াখালী প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০২৩

যুবলীগ নেতাকে গুলি

সুবর্ণচরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিছিল

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের এক যুবলীগ নেতাকে বেধড়ক মারধর ও গুলি করার অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজলার চরজব্বার ইউনিয়নের সোনাপুর-রামগতি সড়কের চেউয়াখালী বাজারে এ কর্মসূচি পালন করে আহত যুবলীগ নেতা মো. হোসেনের স্বজন ও এলাকাবাসী। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে চেউয়াখালী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এলাকাবাসী।

বিক্ষোভ সমাবশে বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মানিক, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান, ইউনিয়ন যুবলীগর আহ্বায়ক বদিউল আলম, আহত হোসেনের বাবা জামাল উদ্দিন প্রমুখ।

তারা অভিযোগ করেন, গত মঙ্গলবার চেয়ারম্যান ওমর ফারুক যুবলীগ নেতা মো. হোসেনের পেটে পিস্তল ঠেকিয়ে নিজ গাড়িতে করে উঠিয় নিয়ে যায়। তারপর একটি বাগান বাড়িতে নিয়ে দুই পায়ে গুলি করে চেয়ারম্যান।

চর জবর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক অভিযোগ অস্বীকার কর বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। প্রকৃত পক্ষে আমি ওই যুবককে চিনি না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close