বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর, ২০২৩

বড়াইগ্রামে অবৈধ কীটনাশক ধ্বংস

নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকার অনুমোদনহীন অবৈধ কীটনাশক জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে জব্দকৃত কীটনাশকগুলো ধ্বংস করা হয়েছে। এর আগে, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বক্কুর মোড় এলাকার মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ২৯২ কার্টন অবৈধ কীটনাশক উদ্ধার করে উপজেলা প্রশাসন। অনুমোদনহীন অবৈধ কীটনাশক মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানের মালিক ইউনুস আলীকে ৫০ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রাসেল। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close