শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর, ২০২৩

সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে আহত ১

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়াশ্রম এলাকায় জয়নাল মাঝি নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার ভোরের দিকে চান্দের আড়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। আহত জয়নাল মাঝি কোস্টগার্ডের সহযোগিতায় পাথরঘাটা হাসপাতালে ভর্তি হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়।

তবে, বন বিভাগের দাবি ফাঁদ পেতে হরিণ শিকারের সময় বনরক্ষীদের গুলিতে এক শিকারি গুলিবিদ্ধ হয়েছে এবং ট্রলারে থাকা লোকজন দাবি করেছে তারা হরিণ শিকারি নয়। গুলিবিদ্ধ জেলে বরগুনার পাথরঘাটার রুইতা গ্রামের আ. রশিদ মাঝির ছেলে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, একটি শিকারিচক্র কচিখালি এলাকায় ট্রলার নিয়ে ঘোরাফেরার সময় চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close