হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
হাজীগঞ্জে ইয়াবা নিয়ে ধরা যুবলীগ নেতাসহ দুজন

চাঁদপুরের হাজীগঞ্জে ৮০০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাকির হোসেন শাহিন ও মো. আজাদ। এর মধ্যে জাকির হোসেন হাজীগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগ পশ্চিম শাখার সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের উচ্চাঙ্গাঁ গ্রামের মুন্সিবাড়ির সন্তান। আজাদ গাজী সদর উপজেলার সেনগাঁও গ্রামের গাজী বাড়ির সন্তান।
এর আগে বুধবার রাতে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের কৈয়ারপুল বাজার সংলগ্ন উচ্চাঙ্গা গ্রাম থেকে তাদের ইয়াবাসহ হাতেনাতে আটক করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিছবাহুল আলম চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালায় হাজীগঞ্জ থানা-পুলিশ। অভিযানে উচ্চাঙ্গা গ্রামের একটি পাল্ট্রি ফার্ম সংলগ্ন স্থান থেকে ৮০০টি ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। এ সময় জাকির হোসেন শাহিন ও আজাদ গাজীর কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুইটি স্মার্টফোন জব্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
"