মেহেরপুর প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর, ২০২৩

বন্ধ হলো বিয়ে, ফিরল না রুবিনা

মেহেরপুরের গাংনী স্কুলছাত্রী রুবিনা খাতুন (১৫) বিয়ের জন্য পাত্রপক্ষের আসার কথা ছিল আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর)। তবে বিয়েতে অমত ছিল দশম শ্রেণি পড়ুয়া রুবিনার। তারপরও পাত্রপক্ষকে আসতে বলায় অভিমান করে আত্মহনন করেছে সে। গতকাল বৃহস্পতিবার সকালে নিজের বাড়ির ঘরে গরায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে তার।

বিয়ের উৎবের বদলে উপজেলার হাড়িয়াদহ গ্রামের রুবিনাদের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্কুল ছাত্রী রুবিনা মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইনিয়নের হাড়িয়াদহ গ্রামের বাজারপাড়ার শ্রমজীবী রবিউল ইসলামের মেয়ে। হাড়িয়াদহ-মহিষাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

গ্রামের একাধিকবাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাড়ির লোকজন ডাকাডাকি করেও রুবিনার উত্তর পায়নি। পরে লোকজন ঘরের দরজা ভেঙ্গে বাঁশের আড়ায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি একই উপজেলার তেরাইল গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী এক যুবক পছন্দ করে রুবিনাকে আংটি (অ্যানগেজমেন্ট) পড়িয়ে গেছে। শুক্রবার বিয়ের জন্য পাত্রপক্ষের আসার কথা রুবিনাদের বাড়ি। রুবিনা এখন বিয়েতে রাজি না থাকার বিষয়টি তার মা-বাবাকেও বলেছিল। তবে বিষয়টি আমলে নেয়নি তার মা-বাবা। বাধ্য হয়ে সে গলায় ওড়নার ফাঁসে ঝুলে আত্মহত্যা করে।

রাইপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রাজু আহমেদ ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তঅ (ওসি) আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close