ভোলা (তজুমদ্দিন) প্রতিনিধি

  ০৯ জুন, ২০২৩

তজুমদ্দিনে গভীর নলকূপ অকেজো, পানি সংকট

ভোলার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন স্থানে বসানো সরকারি গভীর নলকূপগুলোতে পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া অনেক নলকূপ অনেক দিনে ধরে অকেজো হয়ে পড়ে আছে। এসব দেখভালের দায়িত্বে থাকা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, প্রয়োজনীয় জনবল সংকটের কারণে তারা বন্ধ নলকূল চালু করতে পারছে না।­

এদিকে অনেকে প্রভাব খাটিয়ে এসব নলকূপ থেকে ব্যক্তিগত মোটরের সংযোগ নিয়েছেন। এতে পানি কম পাচ্ছেন ওই নলকূপের ওপর নির্ভরশীল মানুষ।

জানা গেছে, উপজেলাবাসীর চাহিদা অনুযায়ী প্রতি বছর ১৩০টি করে গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাগজ-কলমে হিসাব অনুযায়ী ৪২০টি গভীর নলকূপ সচল থাকার কথা। কিন্তু তাদের কাছে অকেজো নলকূপের হিসাব নেই।

উপজেলা সদরের শশীগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়, বাজার ব্যবসায়ীদের পানির চাহিদা মেটাতে বসানো গভীর নলকূপগুলোতে ব্যক্তিগতভাবে মোটর সংযোগ দিয়ে পানির লাইন নিয়েছেন প্রভাবশালীরা। এ কারণে চাহিদা অনুযায়ী পানি নিতে সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। দ্রুত নষ্ট হয়ে যায় নলকূপগুলো।

কয়েকজন ব্যবসায়ী জানান, বাজারে উন্মুক্ত ৪টি নলকূপের মধ্যে দুটি নলকূপ দীর্ঘদিন নষ্ট হয়ে পড়ে রয়েছে। মেরামত না করায় বাতিল হয়ে গেছে বেশ কটি গভীর নলকূপ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নেই কোনো তদারকি। এদিকে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের না পাওয়ার অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগী।

জানতে চাইলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু জাফর মো. সাইদুর রহমান বলেন, তাদের জনবল সংকট রয়েছে। উপজেলায় কর্মরত আছেন মাত্র দুজন মেকানিক। অনেকে ব্যক্তিগতভাবে মোটর সংযোগ নিয়েছে, তা সরকারি নীতিমালা পরিপন্থী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close