পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
০৯ জুন, ২০২৩
পার্বতীপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুন) বিকেলে পৃথক স্থানে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বতপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আবদুল কুদ্দুস (২৭) ও হাবড়া ইউনিয়নের কুশুলপুর গ্রামের ইব্রাহীমের ছেলে বুলবুল (৪৪), এরা দুজনেই দিনমজুরের কাজ করতেন।
জানা যায়, বিকেলে কিছুটা স্বস্তির বৃষ্টির দেখা মেলে পার্বতীপুরে। এ সময় আম কুড়াতে বের হন আব্দুল কুদ্দুস। অন্যদিকে বুলবুল আহম্মেদ বাড়ির গোয়ালঘরে বসে ছিলেন। বজ্রপাত হলে নিহত হন তারা।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল বুধবার রাতেই নিহত পরিবার দুইটির মাঝে ৫০ হাজার টাকা তুলে দেন। উপস্থিত ছিলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাফিউল আলম ও মডেল থানার ওসি আবুল হাসনাথ খান।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন