মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে চালক শাহাবুদ্দিন হত্যা, আটক ১
মৌলভীবাজারের রাজনগরে অটোরিকশাচালক শাহাবুদ্দিন (৩৫) হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগে রজব আলীকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (৭ জুন) বিকেলে ত আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রাজনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিণয় ভূষণ রায় বলেন, চালক শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের মামলা ছিল একটা ক্লু লেস। কিন্তু আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৩ জুন রজব আলীকে ব্রাহ্মণবাজার মিশন এলাকা থেকে গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদে রজব আলী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
রজব আলীর বরাত দিয়ে ওসি আরো জানান, গত ২৬ মে রাত ৮টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার থেকে রাজনগর উপজেলার হাজীনগর চা বাগান এলাকায় যাওয়ার জন্য শাহাবুদ্দিনের অটোরিকশা ভাড়া করেন রজব আলী। সেখানে আসার পর রজব আলীর সঙ্গে থাকা দা দিয়ে শাহাবুদ্দিনকে গলা কেটে হত্যা করে। পরে তার অটোরিকশাটি মৌলভীবাজারে নিয়ে বিক্রি করে রজব আলী। তার দেওয়া তথ্যমতে খুনে ব্যবহৃত দা ও অটোরিকশা বিক্রির ১৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।
"