হবিগঞ্জ প্রতিনিধি

  ০৯ জুন, ২০২৩

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

হবিগঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে শহরের প্রধান সড়ক অবরোধ করেছে নাগরিকেরা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান সড়ক অবরোধ করে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ করা হয়। শিগগিরই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

অ্যাক্টিভিষ্ট ও উন্নয়ন কর্মী মাহমুদা খাঁর নেতৃত্বে কর্মসূচিতে শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেয়। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

প্রতিবাদ সভায় নাগরিক সমাজের বক্তারা বলেন, প্রতিদিন ঘন ঘন লোডশেডিং মানুষকে অতিষ্ঠ করে তুলছে। এতে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। পার্শ্ববর্তী জেলাগুলোতে তেমন লোডশেডিং দেখা না, কিন্তু হবিগঞ্জে এর মাত্রা বাড়িয়ে দিয়েছেন পিডিবি।

এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান। এ সময় তিনি লোডশেডিংয়ের মাত্রা কমানো ও আগামী এক সপ্তাহের মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close