লালমনিরহাট প্রতিনিধি
০৯ জুন, ২০২৩
পার্কের কথা বলে অফিসে নিয়ে ধর্ষণ চেষ্টা, চাচা গ্রেপ্তার
লালমনিরহাটে পার্কে বেড়ানোর প্রলোভন দেখিয়ে শিশু ভাতিজিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাচাকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার রাতে নির্যাতনের শিকার শিশুর বাবা বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
জানা গেছে, গত ১৪ এপ্রিল ভাতিজিকে পার্কে বেড়ানোর কথা বলে বাইসাইকেলে তার অফিসে নিয়ে যান। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় শিশুটি কান্নাকাটি করলে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের বাড়ির সামনে রেখে আসে। বিষয়টি শিশু তার মা-বাবাকে বললে তারা নিজেদের মধ্যে মীমাংসার চেষ্টা চালান। তবে অভিযুক্ত ব্যক্তি তাদেরও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখালে মামলা করেন শিশুটির বাবা।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন