reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জুন, ২০২৩

সংক্ষিপ্ত

টাস্কফোর্স কমিটি

সিংগাইর প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটি পুনঃগঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। সভায় কমিটি ঘোষনা করেন ইউএনও। এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ূম খান প্রমুখ।

খসড়া মহাপরিকল্পনা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী পৌরসভার অবকাঠামো উন্নয়নে আগামী বিশ বছরের (২০২৩-২০৪২) জন্য খসড়া মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে পটুয়াখালী পৌরসভাকে বাসযোগ্য, পরিবেশ বান্ধব, জনসংবেদনশীল এবং সহনশীল শহর তৈরি করা হবে। এতে ২০৪২ সালে মৌলিক সুবিধা নিশ্চিত করে দক্ষিণ এশিয়ার প্রথম হাইড্রো সিটি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রাখা হয়েছে। গত সোমবার দুপুরে জেলা প্রাসকের সম্মেলন কক্ষে খসড়া মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম।

মতবিনিময় সভা

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চবিদ্যালয়ে নতুন শিক্ষাক্রম ২০২১ বাস্তবায়নে অভিভাবক এবং ষষ্ঠ-সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা দশটায় রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকরা নতুন কারিকুলামের বৈশিষ্ট্য ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

পরিচিতি সভা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় গার্ল গাইডস্ এসোসিয়েশন আয়োজিত কারিগরি ও মাদ্রাসা ভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল মিলনায়তনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন। এসোসিয়েশনের কমিশনার জাহানারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, স্কাউট লিডার মোজাম্মেল হক প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close