আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ০৭ জুন, ২০২৩

বরগুনার আমতলী

শিশুকে অচেতন করে দিনদুপুরে বাসায় চুরি

বরগুনার আমতলীতে শিশুকে অচেতন করে এক শিক্ষক দম্পতির বাসায় চুরি হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের এ কে স্কুল সড়কের বাসায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. ইউছুফ আলী সোনাখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। তার স্ত্রী ইমরানা ফেরদৌসিও কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে ইউছুফ আলী বাসার বাইরে, তার স্ত্রী স্কুলে চলে যান। তাদের ছোট মেয়ে তাহরিন (৮) প্রাইভেট পড়তে গেলে বাসায় থাকে বড় মেয়ে তানহা (১৩)। বেলা ১১টার দিকে অপরিচিত দুই ব্যক্তি শব্দ করলে তানহা দরজা খুলে দেন। তারা রুমাল দিয়ে তানহার মুখ চেপে ধরলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে আলমারীতে থাকা প্রায় ৮ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার প্রায় ১ ঘন্টা পর ইউচুফ আলীর ছোট মেয়ে তাহরিন বাসায় এসে দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে বড় বোনকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। সে চিৎকার দিলে পাশের বাসার লোকজন এগিয়ে আসে। তারা মুখে পানি দিলে তানহার জ্ঞান ফিরে আসে। পরে সে ঘটনার বর্ণনা করে।

খবর পেয়ে ইমরানা ফেরদৌসি স্কুল থেকে এসে দেখেন, বাসায় রাখা টাকা স্বর্নলংকার ও মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close