সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
০৫ জুন, ২০২৩
সখীপুরে গোয়ালে আগুন লেগে পুড়ল ২টি গরু
টাঙ্গাইলের সখীপুরে গোয়াল ঘরে আগুন লেগে দুটি গরু মারা গেছে। এ ছাড়া ১০টি কবুতর, বেশ কয়েকটি হাঁস-মুরগি পুড়ে যায়।
গত শনিবার রাত ১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামে আব্দুল কাদের মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। কাদের মিয়া একজন শারীরিক প্রতিবন্ধী।
গজারিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লোকমান হোসেন দাবি করেন, এ ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
সখীপুর উপজেলার গজারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খুবই দুঃখজনক। কাদের একজন প্রতিবন্ধী। দুটি গরু ছিল তার শেষ সম্বল। এ ঘটনায় তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ক্ষতিপূরণ চেয়ে আবেদন করা হবে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন