নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

  ০৫ জুন, ২০২৩

নাঙ্গলকোট

অরক্ষিত লেভেলক্রসিংয়ে গেট নির্মাণের দাবি

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে লেভেলক্রসিংয়ের ওপর গেট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও বাজার ব্যবসাীরা। গতকাল রবিবার উপজেলার মৌকরা ইউপির গোমকোট গ্রামের সড়কের লেভেল ক্রসিংয়ে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন বক্তব্য দেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহাজাহান, স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীর, ইউপি সদস্য লোকমান হায়দার, সাবেক ইউপি সদস্য আ ক ম মফিজুল ইসলাম ও শিক্ষার্থী ফারজানা আক্তার।

জানা গেছে, উপজেলা সদররের সঙ্গে মৌকরা ইউপির যোগাযোগে প্রধান সড়ক নাঙ্গলকোট-গোমকোট-মৌকরা সড়ক। এখান দিয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথের অরক্ষিত লেভেল ক্রসিং রয়েছে। এর ১০০ মিটার পরেই রয়েছে ইউনিয়ন পরিষদ, শতবর্ষী ময়ুরা উচ্চবিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌকরা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসা, এ বি ছিদ্দিক কিন্ডারগার্টেন, গোমকোট বালিকা মাদ্রাসার, গোমকোট বাজার, গোমকোট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ অনেক প্রতিষ্ঠান।

বক্তারা বলেন, প্রতিদিন শত শত শিক্ষার্থী ও হাজারো মানুষ অরক্ষিত লেভেলক্রসিং দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে। আবার লেভেলক্রসিং বন্ধ করে দিলে ৩ কিলোমিটার ঘুরে নাঙ্গলকোট ও হাসানপুর রেলস্টেশন পাশে আসতে হবে ইউনিয়ন পরিষদে। তাই জরুরি ভিত্তিতে ওই স্থানে একটি রেলগেট নির্মাণ করে গেটম্যান নিয়োগের দাবি জানানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close