গাজীপুর প্রতিনিধি

  ০৩ জুন, ২০২৩

গাজীপুরে আগুনে পুড়ল ২৫ ঘর

গাজীপুর মহানগরের সদর থানার দক্ষিণ সালনা এলাকায় আগুনে পুড়েছে ২৫টি ঘর। গত বৃহস্পতিবার লাগা এই আগুন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় নেভাতে সক্ষম হয়।

গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন ও স্থানীয়রা জানান, দক্ষিণ সালনা এলাকার আতাউর রহমানের টিন-কাঠে (চাল ও বেড়া টিনের) তৈরি বিভিন্ন কক্ষে পোশাক শ্রমিকসহ বিভিন্ন শ্রমিকরা ভাড়ায় বসবাস করতেন। বেলা ১১টার দিকে ওই বাড়িতে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টায় চেষ্টায় আগুন নেভায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরো জানান, বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close