ফেনী প্রতিনিধি

  ২৮ মে, ২০২৩

ফেনীতে ভেজাল মসলাসহ আটক ১

ফেনীতে ১৮ বস্তা ভেজাল মিশ্রিত মসলাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয় । আটক ব্যক্তির নাম ফারুক খান বাদল (২২)। শুক্রবার দুপুরে ফেনী শহরের তাকিয়া রোডের একটি মসলা ভাঙ্গার মিল থেকে তাকে আটক করা হয়। বাদল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী গ্রামের বাসিন্দা ।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ফেনীর তাকিয়া রোডের মেসার্স বাদল এর মসলা ভাঙ্গানো মিলের ভিতর ভেজাল মশলা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও প্রস্তুত করছে। র‌্যাব ফেনী ক্যাম্পের একটি দল ওইস্থানে পৌঁছামাত্রই উপস্থিতি টের পেয়ে ফারুক খান বাদল কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ফারুক খান বাদলকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ ও মশলা মিল ঘরের ভেতর তল্লাশি করে ১৮টি প্লাস্টিকের বস্তায় ভেজাল রং মিশ্রিত হলুদ মরিচের গুড়া মোট ৬০ কেজি উদ্ধার করা হয়।

ফেনী র‌্যাবের কোম্পানী অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close