পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ২৮ মে, ২০২৩

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় খয়েরপুকুর হাটের সরকার মেডিসিন কর্নার নামে একটি ওষুধ ফার্মেসীর তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রতিষ্ঠানের মালিক ও তার সহযোগীদের হাতে পার্বতীপুরের ৫ সাংবাদিকের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার(২৬ মে) সকাল সাড়ে ১১ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে পার্বতীপুর কর্মরত সাংবাদিক সমাজ এর ব্যানারে এ কর্মসুচী পালিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবী জানান।

উল্লেখ্য,শুক্রবার (২৬ মে) উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাটের সরকার মেডিসিন কর্নার নামে একটি প্রতিষ্ঠান ফার্মেসী ব্যাবসার আড়ালে অবৈধ ডায়গনষ্টিক সেন্টার কার্যক্রম পরিচালনা করে আসছিল। এমন খবরের ভিক্তিতে সেখানে তথ্য ও ছবি সংগ্রহের সময় মেডিসিন কর্নারের মালিক ওমর ফারুক সরকারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল সাংবাদিক মামুনুর রশীদ বিপ্লব, আব্দুল্লাহ আল মামুন, জাকারিয়া হেসেন, আসাদুজ্জামান ও মেনহাজুল ইসলামের উপর হামলা চালায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close