শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

  ২৫ মে, ২০২৩

শিবগঞ্জে হঠাৎ ঝড়

ভেঙে পড়া কলাগাছ ও ধান নিয়ে দুশ্চিন্তায় চাষি

বগুড়ার শিবগঞ্জে গত মঙ্গলবার বিকেলে হঠাৎ ঝড়ে ২৫ হেক্টর জমি ধান ও বিভিন্ন ধরনের সবজির আবাদ নষ্ট হয়েছে। এর মধ্যে প্রায় ৭ হেক্টর জমির ধান, কলা ৫ হেক্টর, ভুট্টা ৫ হেক্টরসহ সবজি জাতীয় বিভিন্ন ফসল রয়েছে। ঝড়ে প্রায় ৫ কোটি টাকা বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস।

কৃষক রুহুল আমিন বলেন, আমার ৪০০ কলার গাছ ছিল। গত মঙ্গলবারের ঝরে প্রায় সাড়ে তিনশ গাছ ভেঙ্গে গেছে।

কৃষক রফিক, জিহাদ হোসেন, মহিদুল ইসলাম, বলেন তারা কলা চাষ করেছেন। ঝড়ে তাদের কলা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ের কারণে ফলানো ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। এতে ধানের দানা কম হতে পারে বলে আশংকা করছেন।

উপজেলার হরিপুর গ্রামের কলা চাষী আবেদ শাহিন মিয়া, বিহার গ্রামের ইব্রাহীম হোসেন বলেন, কলা গাছে বাঁশের খুঁটি দিয়েও আমরা শেষ রক্ষা করতে পারিনি। রাস্তায় গাছ পালা ভেঙ্গে যাওয়ার ফলে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা বিতোশ চন্দ্র রায় জানান, মঙ্গলবার বিকেলে ঝড়ে ধান, বিভিন্ন সবজি ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলা চাষিদের। কলাগাছ ভেঙ্গে পড়লে সেই গাছে আর কলা ধরে না। এর কারণে কলা চাষিরা চরম বিপাকে।

উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিত সরকার বলেন, শিবগঞ্জ এলাকার মাটি খুবই উর্ব্বর, সব ফসল সকল আবহাওয়ায় মানিয়ে নেয়। কিন্তু মঙ্গলবার বিকেলে ঝড়ে উপজেলার প্রায় ২৫ হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের খোঁজ খবর নেওয়া হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close