আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

  ২৪ মে, ২০২৩

আত্রাইয়ে উপজেলা

ভূমিহীনমুক্ত ঘোষণা শেষপর্যায়ে

নওগাঁর আত্রাইয়ে শেষপর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ ধাপের কাজ। কাজ শেষে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের সঙ্গে সঙ্গে ঘরগুলো ভূমিহীনদের মধ্যে হস্তান্তরের মাধ্যমে এ উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে।

ইউএনও অফিস জানায়, আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপে আত্রাইয়ে সরকারের ‘ক’ শ্রেণিভুক্ত জমিতে ৪৫টি ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা এবং ভূমি ও গৃহহীনদের মর্যাদার সঙ্গে বসবাসের লক্ষ্যে উপজেলার মাধাইমুড়ি, কচুয়া, ভোঁপাড়া এবং তিলাবদুরী নামক স্থানে রঙের কাজ বাদে ৪৫টি ঘর তৈরি ও ছাউনির কাজ সমাপ্ত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এর আগে উপজেলায় ২১৭ ঘর নির্মাণ করে ভূমিহীনদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী চতুর্থ ধাপে উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে ৪৫টি ঘর তৈরি ও হস্তান্তরের কার্যক্রম শেষপর্যায়ে। তবে যদি কেউ ভূমিহীন হয়ে পড়ে তাহলে তাকে পুনর্বাসন করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close