পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
২৪ মে, ২০২৩
পার্বতীপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

দিনাজপুরের পার্বতীপুরে হোসেন আলীকে (৫৭) নামের এক চালককে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। সোমবার (২২ মে) রাত ৯টায় পার্বতীপুর-দিনাজপুর সড়কের রেলস্টশন সংলগ্ন লিংক রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হোসেন আলী উপজেলার মন্মথপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত্য বুলু প্রামাণিকের ছেলে। রাস্তায় পড়ে থাকা দেখে তাকে রাত সাড়ে ১০টার দিকে ল্যাম্ব হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাথ খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাদীর করা মামলা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন