নরসিংদী প্রতিনিধি

  ২২ মে, ২০২৩

জমি নিয়ে বিরোধ রায়পুরায় ভাঙচুর ও লুটপাট

নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের সদস্যদে ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশী রুহুল আমিন ও বাবুল মিয়ার লোকজনের বিরুদ্ধে। এ সময় আসবাপত্র ভাঙচুর, টাকা ও সোনার গহনা লুট এবং তাদের ভয়ে বাড়িতে যেতে না পাড়ার কথাও কলা হয়েছে। ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

রবিবার (২১ মে) সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী রুজিনা বেগম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের বিরুদ্ধে রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেন। পরে এএসআই মনজুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

রুজিনা বেগম জানান, প্রতিবেশী রুহুল আমিন ও বাবুল মিয়ার লোকজনের অত্যাচারে আমরা অতিষ্ঠ, আমাদের মিথ্যা মামলা দিয়ে অনেক হয়রানি করেছেন। আমাদের বৈধ কাগজপত্র থাকার সত্ত্বেও জমিতে চাষাবাদ করতে দিচ্ছে না এবং তারা স্থানীয়দেন দরবার মানছে না। তাদের ভয়ে বাড়িতে যেতে পারছি না। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি। সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close