টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ০২ এপ্রিল, ২০২৩

ভোটের প্রচারে না যাওয়ায় দোকানে হামলা

তিন কাউন্সিলরসহ ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রচারণায় না যাওয়া ব্যবসায়ীর দোকানে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় টঙ্গীর ৪৬ ন্মবর ওয়ার্ডের তিন কাউন্সিলর প্রার্থী ও এক যুবলীগ নেতাসহ ছয় জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন আমির হোসেন আকাশ নামে এক কনফেকশনারি দোকানি। অভিযোগ তিনি প্রচারণায় অংশ না নেওয়ায় মারধরের চেষ্টা ও ভয় ভীতি দেখানোর কথা উল্লেখ করেন। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে টঙ্গী পূর্ব থানায় এ অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী।

অভিযুক্তরা হলেন, কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন লিটন মহাজন (৪৩), যুবলীগ নেতা কাইয়ুম সরকার (৪৩), কাউন্সিলর প্রার্থী আলী হোসেন (৫৫), মসিউজ্জামান বাবলু (৫৫), জাকির হোসেন (৪৭) ও শহিদুল ইসলাম (৫৪)।

তবে এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী মসিউজ্জামান বাবলু বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। প্রতিপক্ষ আমাকে ঘায়েল করতে মিথ্যা অভিযোগ করিয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close