বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

  ০১ এপ্রিল, ২০২৩

পরিচর্যায় রক্ষা পেল অর্ধশত তালগাছ

রাজশাহীর বাগমারায় মরার উপক্রম গাছগুলো অবশেষে পরিচর্যায় রক্ষা পেতে বসেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহারিয়া আলীর বিরুদ্ধে ভবানীগঞ্জ-হাটগাঙ্গোপাড়া সড়কের বাইগাছায় অর্ধশত তালগাছে কীটনাশক প্রয়োগের অভিযোগ উঠে। এরপর গাছগুলো নিস্তেজ হতে থাকে। স্থানীয় কৃষি কর্মকর্তা বিভিন্ন পদ্ধতি ও প্রয়োগকৃত কীটনাশক প্রতিরোধ ব্যবস্থা নিলে গাছগুলো বেঁচে যাচ্ছে। এখন তালগাছে আগের মতোই পাতা বের হচ্ছে। 

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, একসঙ্গে ৪৭টি তালগাছে কীটনাশক প্রয়োগ করা হয়েছিল। ঘটনাটি আদালত আমলে নেন। পরে তালগাছগুলো রক্ষার জন্য আদালতের নির্দেশনায় পরিচর্যা করা হয়। প্রায় এক মাস তালগাছে বিভিন্ন প্রকার কীটনাশক প্রতিরোধক ব্যবহার করা হয়। বর্তমানে কৃষি অফিসের নিবিড় পরিচর্যায় মৃতপ্রায় তালগাছগুলো বেঁচে উঠছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close